হোম আন্তর্জাতিক গাজায় ইসরাইলি হামলায় ১১৭ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ১১৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

গাজার মিডিয়া অফিস জানায়, গাজায় আরও ‍দুইজন সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন ফুয়াদ আবু খামাশ ও মুহাম্মাদ আল-থালাথিনি। এ নিয়ে ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে।

সাংবাদিক হত্যাকে ইসরাইলি সেনাবাহিনীর ‘জঘন্য অপরাধ’ অভিহিত করে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে গাজার মিডিয়া অফিস। বলেছে, ‘ইসরাইল সাংবাদিকদের ভয় দেখিয়ে সংবাদ প্রচার বন্ধ করার ও সত্যকে চাপা দেয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।’

এছাড়া সংবাদকর্মীদের ওপর হামলা বন্ধে সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার সংগঠন ও আইনী প্রতিষ্ঠানকে সজাগ হওয়ার আহ্বানও জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। তিন মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৬০ হাজার। উদ্বাস্তু হয়েছে ১৯ লাখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন