আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের ইনকিউবিটরে থাকা ২৯ শিশুকে মিশরে নিয়ে যাওয়া হয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে জীবন বাঁচানোর জন্য সোমবার (২০ নভেম্বর) তাদের স্থানান্তর করা হয়।
বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
গত বুধবার (১৫ নভেম্বর) আল-শিফা হাসপাতালে হামলা চালায় ইসরাইলি বাহিনী। সেসময় এসব শিশু ইনকিউবেটরে ছিল। কিন্তু ইসরাইলি সেনারা অবরুদ্ধ করার পর জ্বালানির অভাবে হাসপাতালটি বিদ্যুৎহীন হয়ে পড়ে। এতে মারাত্মক হুমকিতে পড়ে ইনকিউবেটরে থাকা শিশুদের জীবন, মৃত্যুও হয় অনেকের।
এরপরই এসব শিশুকে বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জোরালো দাবি তোলা হয়। মুসলিম দেশগুলোর পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশও এ নিয়ে সরব হয়।
সোমবার মিশরীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা থেকে ২৯ শিশুকে সরিয়ে নেয়া হয়েছে। তাদের রাফাহ ক্রসিং দিয়ে নিরাপদে মিশরে নিয়ে যাওয়া হয়।
একটি মেডিকেল সূত্র এএফপিকে জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ৪৫ কিলোমিটার (২৮ মাইল) পশ্চিমে অবস্থিত এল-আরিশ হাসপাতালে এসব শিশুদের চিকিৎসা করা হবে অথবা ইসমাইলিয়া বা কায়রোতে নিয়ে যাওয়া হবে।