আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে ইসরাইল সেনাবাহিনী বোমা হামলা চালায়নি বলে দাবি করেছে কানাডা।
বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (২২ অক্টোবর) কানাডার ন্যাশনাল ডিপার্টমেন্ট অব ডিফেন্স এক বিবৃতিতে জানায়, গাজা থেকে উৎক্ষেপণ করা একটি রকেট ভুলক্রমে হাসপাতালে পড়ে বিস্ফোরণ ঘটেছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে বোমা হামলায় নারী ও শিশুসহ প্রায় ৫’শ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় । এই হামলার পর থেকেই মৃতের আহাজারির পাশাপাশি শুরু হয় এই হামলাকে ঘিরে নানা গুজব।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলার জন্য ইসরাইলি বাহিনীকে দায়ী করলেও ইসরাইল সেনাবাহিনী এই হামলার দায় শুরু থেকেই অস্বীকার করছে। ইসরাইল দাবি করেছে, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ-এর উৎক্ষেপণ করা একটি রকেট ভুলক্রমে হাসপাতালে পড়ে বিস্ফোরণ ঘটেছে। ইসলামিক জিহাদ এই অভিযোগ নাকচ করেছে।
এমন পরিস্থিতিতে এই হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এরপরে ফরাসি সামরিক গোয়েন্দারা এবং মার্কিন যুক্তরাষ্ট্র গাজার আল-আহলি হাসপাতালের বিস্ফোরণটির জন্য ফিলিস্তিনিকে দায়ী করে।
এদিকে আদতে কী ঘটছে তা বুঝতে আল জাজিরাসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করেছে। তবে এখন পর্যন্ত এই অনুসন্ধানের কোনো সুর্নিদিষ্ট ফল জানা যায়নি। এখন পর্যন্ত পাওয়া বিভিন্ন তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি। আল জাজিরার তদন্তে ইসরাইলের দাবির নানা অসঙ্গতি উঠে এসেছে।