আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় অবিলম্বে ইসরায়েলকে নিরবচ্ছিন্ন সহায়তা দেয়ার নির্দেশ দিয়ে নতুন রুল জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বিশ্ব আদালত বলেছে, ইসরায়েলকে গাজায় ‘জরুরি মানবিক সহায়তা’ নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) এমনটা জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর।
দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় বিচারকদের সর্বসম্মতিক্রমে আদালতে এই অন্তর্বর্তী আদেশ গৃহীত হয়। আদেশে ফিলিস্তিনিদের জন্য খাবার, পানি, বিদ্যুৎ, জ্বালানিসহ সব প্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং চিকিৎসা সেবা বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি, ত্রাণ প্রবেশের জন্য স্থল সীমান্ত উন্মুক্ত করতে হবে, এমন মত দেন আদালত।
আইসিজের রুল বাস্তবায়নে কী পদক্ষেপ নিয়েছে তেল আবিব, আগামী এক মাসের মধ্যে সেই রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিচার আদলতের নতুন এই রুলকে দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে।