হোম জাতীয় গাইবান্ধায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক :

গাইবান্ধার পলাশবাড়ীতে মনিশা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা কবিরাজ পাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মনিশা ওই গ্রামের ময়নুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালুকজামিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে নিজ ঘরের তিরে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মনিশাকে দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রায়হান আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন