জাতীয় ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গলায় ফাঁসি লাগানো অবস্থায় কাজলি বেগম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের লাউপাড়ায় এ ঘটনা ঘটে। কাজলি বেগম ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের লাউপাড়ার দিনমজুর রাসেল মিয়ার স্ত্রী।
ছাপরহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বলেন, ওই গৃহবধূর স্বামী দিনমজুর রাসেল মিয়া কাজে ওই সময় বাইরে ছিলেন। শ্বশুর ছিলেন রংপুরে। ধারণা করা হচ্ছে, বাড়ি ফাঁকা থাকায় তিনি আত্মহত্যা করেছেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, ‘গৃহবধূর আত্মহত্যার খবর পেয়েছি। এ ঘটনার তদন্ত চলছে। আত্মহত্যা কি না তা বলা যাচ্ছে না।’
