হোম খুলনানড়াইল গাঁজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে জামায়াতের  বিক্ষোভ

গাঁজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে জামায়াতের  বিক্ষোভ

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ
মোস্তফা কামাল:
ফিলিস্তিনিদের উপর ইসরাইল এর আগ্রাসনের প্রতিবাদে নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  ( ৭এপ্রিল) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী , নড়াইল জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি নড়াইল শহরের  চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়। পরে পুরাতন বাস টার্মিনাল এলাকায় সংক্ষিপ্ত  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য মীর্জা আশেক এলাহী। জামায়াত নেতা আইয়ুব খান, হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা আমীর আবদুল্লাহ আল আমিন,  পৌর আমির মোঃ জাকির হোসেন, যুব বিভাগের জেলা সভাপতি মোঃ খিয়াম উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি এস, এম সালাউদ্দিনসহ জেলা , উপজেলা, পৌর জামায়াত ও শিবিরের কয়েক হাজার নেতা- কর্মি ও অন্যন্য সংগঠনও এ  বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়ছার।
সভায় বক্তারা বলেন ফিলিস্তিনিদের উপর ইসরাইল এর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে  জরুরী পদক্ষেপ গ্রহনের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান এবং ইসরাইলের সকল পন্য বয়কটের ডাক দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন