জাতীয় ডেস্ক :
দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে পটুয়াখালীর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এতে চরম ঝুঁকি নিয়ে চলছে আদালতের কার্যক্রম। ভোগান্তি পোহাতে হচ্ছে আইনজীবী ও বিচারপ্রার্থীদের। ভবনটি দ্রুত সংস্কার অথবা পুনর্নির্মাণের দাবি সংশ্লিষ্টদের।
ভবনের ছাদের ওপর থেকে খসে খসে পড়ছে পলেস্তারা। ফাটল ধরেছে অনেক পিলারেও। বৃষ্টি এলেই ছাদ ও দেয়াল দিয়ে পানি পড়ে মেঝেতে। নষ্ট হয়ে যায় প্রয়োজনীয় নথিপত্র। এমন বেহাল দশা পটুয়াখালীর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের।
দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় একতলা এই ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বিচারকের এজলাস, খাসকামরা, পেশকার কক্ষ, নকল কক্ষ, হাজত খানাসহ প্রতিটি কক্ষই এখন ঝুঁকিপূর্ণ। এর মধ্যেই চলছে আদালতের কার্যক্রম। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
তবে জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-৩ সংসদ সদস্য এস.এম শাহজাদা সাজু।
বর্তমানে এ আদালতে প্রায় ৫ হাজার মামলা চলমান রয়েছে।
