গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পূর্ববাশবুনিয়া-কালাইকিশোর গ্রামের সবারাম খালের আয়রন ব্রিজ ভেঙ্গে অসুস্থ নারীসহ ছয়জন আহত হয়েছে। এতে গুরুতর আহতদের চারজন পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ও দুইজন বরিশল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে জড়াজীর্ণ অবস্থায় রয়েছে। শনিবার সকাল ১০টার দিকে অসুস্থ জাহানুর বেগমকে নিয়ে তার বাড়ির লোকজন পটুয়াখালী হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয় ব্রিজ পারাপারের সময় মাঝপথে হঠাৎ ব্রিজটি পশ্চিম দিকে হেলে পড়ে।
এসময় অসুস্থ জাহানুর বেগমসহ (৬০) বাচ্চু (৩৫), তামিম (১৬), জাহাঙ্গীর (৫৫), শাকিল খান (২০) ও মামুন খান (৪০) পানিতে পড়ে মারাত্মক আহত হয়। এর মধ্যে গুরুতর আহত জাহানুর ও বাচ্চুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তামিম, জাহাঙ্গীর, শাকিল খান ও মামুন খানকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘ঘটনা শোনার পরই সরেজমিন পরিদর্শনের জন্য প্রতিনিধি পাঠিয়েছি। ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।’