আল মামুন,গলাচিপা(পটুয়ালালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস আক্রান্তদের জন্য দুইটি ডাবল কেবিন অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আইসোলেশন নিজস্ব অর্থায়নে উপহার দিলেন দানবীর নামে খ্যাত সাবেক কেন্দ্রীয় যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরান প্রিন্স মহাব্বত।
সোমবার দুপুরে গলাচিপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. মনিরুল ইসলামের কাছে কক্ষের চাবি হস্তান্তর করেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহিন মিয়া। এখানে মুমূর্ষ করোনা রোগীর জন্য অত্যাধুনিক বেড, অক্সিজেন, টিভি, সোফা ও বাথরুমসহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমুখ। এ সময় গলাচিপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. মনিরুল ইসলাম ব্যাক্তিগত অর্থায়নে অত্যাধুনিক করোনা আইসোলেশন ইউনিট স্থাপন করে দেওয়ায় কামরান প্রিন্স মহাব্বত ভাইকে ধন্যবাদ জানান।