হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় শুক্রবার দুপুর ১২টায় গলাচিপা থানা সংলগ্ন সদর রোডে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা কারীদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবিতে গলাচিপা প্রেস ক্লাবের উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান, সিনিয়র সাংবাদিক শংকর লাল দাস।

এসময় উপস্থিত সাংবাদিক বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর অনুসন্ধানী জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইলসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে ৬ ঘন্টা আটকে রেখে হেনস্তা করে অমানবিক নির্যাতনের বিচারসহ তঁfর মুক্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, না হলে লাগাতার আন্দোলন চলবে বলে জানান।

এছাড়াও মানববন্ধন উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সুশিল সমাজ, বনিক সমিতি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গলাচিপা প্রেস ক্লাবের সকল সাংবাদিক নেতা এবং গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন