গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর দর্শন’ সমবায়ে উন্নয়ন এই শ্লোগানে গলাচিপা উপজেলা বি,আর, ডিপির আয়োজনে ৩০ জন সফল সমবায়ীকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।বুধবার দুপুর ১২টায় উপজেলা পল্লী উন্নয়ন ভবনে প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোক্তার হোসেন, বিশেষ অতিথি এবং গবেষক হিসেবে প্রশিক্ষনে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এ, আর, এম সাইফুল্লাহ এবং সার্বিক ব্যবস্থাপনা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহাবুব হাসান শিবলী,উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন।
প্রশিক্ষনে সফল সমবায়ীদের কৃষি পন্য বাজার জাত ও ন্যায্য মূল্য সহ সমবায়ীদের আর্থিক অগ্রহতি বিষয়ে নানা রকম দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা এবং আলোচনা হয়।
s