হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় প্রধানমন্ত্রীর অনুদানের  নন-এমপিও শিক্ষক-কর্মচারীদর মাঝে চেক বিতরণ

গলাচিপায় প্রধানমন্ত্রীর অনুদানের  নন-এমপিও শিক্ষক-কর্মচারীদর মাঝে চেক বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 126 ভিউজ
আল মামুন,গলাচিপা(পটুয়াখালী):
  করোনা ভাইরাস এর কারনে ক্ষতিগ্রস্থ গলাচিপা উপজেলার নন-এমপিও ১ শত শিক্ষক ও ৩৭ কর্মচারীদর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক প্রনােদনা বাবদ  ৫ লক্ষ ৯০ হাজার টাকা শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে উপজলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্ আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করেন।  অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শাহ মু. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাব উপস্তি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাঃ গােলাম মস্তাফা। উপজলার ২৪ টি স্কুল ও কলেজ পর্যায় ১ শত ৩৭ জন শিক্ষক কর্মচারীদের এই অনুদানের চেক বিতরণ করা হয়। প্রত্যক শিক্ষককে ৫ হাজার এবং কর্মচারীদের আড়াই হাজার টাকা প্রদান করা হয়েছে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন