গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধিঃ
“নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের নেতৃত্বে সারাদেশে একযোগে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী জনসচেতনা ও প্রতিরোধ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ আয়োজিত গলাচিপা থানা পুলিশ ব্যবস্থাপনা ১৭ ই অক্টোবর শনিবার সকাল ১০ টার গলাচিপা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এক বিট পুলিশিং সমাবেশে অনুষ্টিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. সাহিন শাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি হাজী মো.মজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন, সমিত কুমার দত্ত (মলয়), ওয়ার্ড কাউন্সিল আবুল খায়ের বাবুল, ওয়ার্ড কাউন্সিলর মো.আবুল বশার প্রমূখ।
আরও বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি শরিফ আহম্মেদ আশিফ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, সরকারী কলেজ ছাত্রী বৃন্দ। এসময় বক্তারা বলেন, দেশে আজ নারী নির্যাতন, ধর্ষন বেড়েছে, তাতে করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, নারীদের নিরাপত্তার ও ধর্ষণ প্রতিবাদের লক্ষে পুলিশের পাশাপাশি সকলকে সামাজিক ও রাজনৈতিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। উল্লেখ্য যে গলাচিপা থানা পুলিশের নেতৃত্বে ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় বিট-পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।