হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিভিন্ন এলাকা প্লাবিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে মানুষ পানি বন্দী স্বাভাবিক জীবনযাত্রা চরম ভোগান্তিতে পড়েছে।

গলাচিপা পৌরসভার আড়তপট্টি, তালেব নগর, ১৩০ ব্রাক, পেয়ারা বাগান, কলাবাগান, গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়ার চর, চর কারফারমা, পানপট্রি ইউনিয়নের লঞ্চঘাট, ,গ্রামর্দ্দনচরকাজল লঞ্চঘাটসহ ছোট চরকাজল, বড় চরকাজল, ছোটশিবা, চর বিশ্বাস ইউনিয়নের চর নজির, চর বাংলা, প্লাবিত হয়েছে। গলাচিপার পৌর মেয়র আহসানুল হক তুহিন জানান, মঙ্গলবার সকাল থেকেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পৌরসভার বেঁড়িবাঁধ এর বাহিরে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে এবং ওই এলাকায় লোকজন করে নিরাপদ আশ্রয়ের জন্য কাজ করছি।

চর কাজল চেয়ারম্যান রুবেল মোল্লা জানান, চর কাজল লঞ্চঘাট এলাকার ওয়াবদা বেঁড়ি বাঁধ ছুটে গেছে এর ফলে লঞ্চঘাট এলাকাসহ ছোট চরকাজল, বড় চরকাজল, ছোটশিবা সম্পূর্ণভাবে পানিতে প্লাবিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, নির্বাহী অফিসার আশিষ কুমার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন উপজেলার বিভিন্ন এলাকার ওয়াবদা বেঁড়ি বাঁধ পরিদর্শণ করে তাৎক্ষণিকভাবে বালু ও মাটির বস্তা দিয়ে ঝুকিপূর্ণ বদনাতলী ও পানপট্টি লঞ্চঘাট ওয়াবদা বেঁড়ি বাঁধের উপরে বাঁধ দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপজেলার ১২টি ইউনিয়নের প্রতি ইউনিয়নকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুুত আছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা দেয়া আছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন