গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় কৃষকদের জন্য কৃষি প্রযুক্তিতে নতুন করে যুক্ত হলো ৪টি কম্বাইন হারভাস্টার, রিপার ও রাইস মেশিন। ২০২০-২০২১ অর্থ বছরের রবি মৌসুমের উনয়ন সহায়তার আওতায় ভতুর্কি কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজলা নির্বাহী অফিসারর সভাপতি্ত্বে সোমবার বেলা ১২টায় কৃষি অফিস চত্বর (ভাচুর্য়াল পদ্ধতিতে) প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এম পি)। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন শাহ। আরও উপস্তিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসআরএম সাইফুল্লাহ। এ সময় উপজলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৬শ ৫০জন কৃষকের মাঝে ৫ কজি ব্রী-৪৮ ধানের বীজ, ড্যাপ ২০ কেজি, এমওপি ১০ বিতরণ করা হয়। ৪টি কম্বাইন হারভাস্টার, রিপার ও রাইস মেশিন বিতরণ করা হয়। এই মশিনের মাধ্যম পরীক্ষামূলক শুরু হবে রবি শস্য ব্রী-৪৮ ধানের চাষ। কৃষকেরা বলছেন, নতুন এই প্রযুক্তি ও পদ্ধতির সহায়তায় উৎপাদন খরচ কমবে, বাড়বে উৎপাদন। এতে কৃষকের ধান কাটার সময় ও ধান মাড়াই হবে আধুনিক কম্বাইন হারভস্টারের মাধ্যমে। প্রযুক্তির এমন ব্যবহার খুশি চাষীরা। চাষীরা জানান, আগে ধান লাগানো থেকে শুরু করে বাড়ি পর্যন্ত আমাদের ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হতো। এখন মেশিন ব্যবহারের ফলে ৫-৬ হাজার টাকা খরচ হবে। একবিঘা জমিতে ধান রোপণ করতে ৫ জন লোক লাগতো, এখন মেশিন দিয়ে রোপণের ফলে শ্রমিক কম লাগবে। এই মেশিন দিয়ে ঘণ্টায় ৩০ শতাংশ বেশি জমিতে রোপণ করা যায় এবং এর খরচও কম। উপজলা কষি কর্মকর্তা এসআরএম সাইফুল্লাহ বলেন, কৃষকদের মাঝে ৭০ ভাগ ভর্তুকি মূল্য ৪টি কম্বাইন হারভস্টার, রিপার ও রাইস মেশিন আধুনিক য্ত্রপাতি দেয়া হয়েছে।