হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় অস্ত্র-গুলি ও জালটাকা সহ এক যুবককে গ্রেফতার করলো র‍্যাব

গলাচিপায় অস্ত্র-গুলি ও জালটাকা সহ এক যুবককে গ্রেফতার করলো র‍্যাব

কর্তৃক
০ মন্তব্য 169 ভিউজ

আল মামুন,গলাচিপা (পটুয়াখালী) :
গলাচিপায় অস্ত্র-গুলি ও জাল টাকাসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করছে র‍্যাব। আজ শনিবার গলাচিপা থানায় মো: শাহিন মাতবর (৩২) এর নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-৮ এর সংবাদ বিজ্ঞপ্তি ও গলাচিপা থানার পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার বিকালে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের সয়দকাঠী গ্রামে গােপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে মাে. নুরুল আলম মাতবরের ছেলে মাে: শাহিন মাতবর (৩২) কে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি কাঠের বাট যুক্ত ওয়ান শুটার গান, ৩টি কাতুর্জ ও ৫০০ টাকার তিনটি জাল টাকার নােট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী শাহিন জাল টাকার ব্যবসায়ী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকার করছে । এ ঘটনায় র‍্যাব-৮ আসামী শাহিনর বিরুদ্ধে গলাচিপা থানায় অস্ত্র ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মাে:মনিরুল ইসলাম জানান, শাহিনের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়র করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন