ঝিকরগাছা( যশোর) প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের সম্পত্তি জবর দখলের চেষ্টার কারণে থানায় অভিযোগ করেছেন স্বপন ঘোষের ছেলে পলাশ কুমার।
অভিযোগ সূত্রে জানা যায, বারবাকপুর গ্রামের মনিন্দ্র নাথ ঘোষ । মনার ছেলে মিল্টন ঘোষ ও মৃত নটবর ঘোষের ছেলে মনিন্দ্র নাথ ঘোষ । মনার সহিত বাদির সহিত তাদের আত্মীয়তার সম্পর্ক। বাদির পিতার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩৩নং বারবাকপুর মৌজায় সাবেক ৩৮৬ দাগে ৪১শতক জমি রয়েছে। সেই জমি থেকে বাদির পিতা ও চাচার সম পরিমাণ অধিকার রয়েছে।
যার মধ্যে বাদির পিতার সাড়ে ২০ শতক ও চাচার সাড়ে ২০ শতক জমি রয়েছে। বাদির পিতার অংশে বাদির বিভিন্ন ধরণের গাছ গাছালী রয়েছে। ক্রমাগতই বিবাদীরা বাদিদের অংশের সম্পত্তি জবর দখলের চেষ্টা করে। এমতাবস্থায় গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বিবাদীরা বাদির বসত বাড়ীতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। এছাড়াও জমিতে গেলে খুন জখম করিবে মর্মে হুমকি ধামকি প্রদান করে।
মিল্টন ঘোষ বলেন, উক্ত জমির বিষয়ে কোর্টে মামলার চলছে। কোর্ট থেকে যদি তারা রায় আনতে পারে তাহলে আমি তাদের জমি ছেড়ে দিবো।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, উক্ত বিষয়ে আমাদের নিকট একটি অভিযোগ হয়েছে। অভিযোগের উপর তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।