হোম জাতীয় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া সবাই নারী

জাতীয় ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই নারী।

এদিকে একই সময়ে নতুন করে আরও ৮৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন।

বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ এ পর্যন্ত করোনায় মোট ১০ হাজার ১২৬ জন নারীর মৃত্যু হলো। মৃত্যুর হার ৩৬ দশমিক ০৪ শতাংশ। অন্যদিকে এ পর্যন্ত ১৭ হাজার ৯২৪ জন পুরুষ করোনায় মারা গেছেন। মৃত্যুর হার ৬৩ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২ জন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২১ হাজার ২৫১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন।

এর আগে, মঙ্গলবার (৪ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৭৭৫ জন করোনা রোগী।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বাংলাদেশে সর্বপ্রথম ২০২০ সালের ৮ মার্চ করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনায় একজনের মৃত্যু হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন