নিউজ ডেস্ক:
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ৫ আগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে সবকিছু রয়েছে।
এ সময় ডিএমপি’র বিশেষ অভিযান সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি যে বিশেষ অভিযান চালাচ্ছে, তা তাদের রুটিন কাজ। প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় তারা এমন ব্যবস্থা নিতে পারে।
রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।