হোম জাতীয় গণভবন জাদুঘরে আয়নাঘরের রেপ্লিকা নির্মাণ করা উচিত: প্রধান উপদেষ্টা

গণভবন জাদুঘরে আয়নাঘরের রেপ্লিকা নির্মাণ করা উচিত: প্রধান উপদেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ

জাতীয় ডেস্ক:

গণভবনকে দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন্য জাদুঘর তৈরির লক্ষ্যে গণভবন ঘুরে দেখে উপদেষ্টাদের এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

পরিদর্শনকালে তিনি বলেন, এই গণভবনে ১৫ বছর থেকেছেন স্বৈরাচার শেখ হাসিনা। ৫ আগস্টে পতনের মাধ্যমে এই ভবন এখন তার সকল স্বৈরশাসনের প্রতীকে রূপান্তরিত হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘর (মিরর হাউস), যেখানে বৈষম্যমূলকভাবে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থা শত শত বিরোধী কর্মীকে গোপনে আটকে রেখেছিলো, তার একটি প্রতিরূপ গণভবনে নির্মাণ করা উচিত। আয়নাঘর যেন দর্শকদের গোপন বন্দীদের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়।

অধ্যাপক ইউনূস বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আরও তিন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে হাসিনা শাসনের অপকর্ম জাদুঘরেই সাবধানে সংরক্ষণ করা হবে। তিনি জানান, তারা অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে, কীভাবে তারা তাদের বিপ্লব ও বিদ্রোহ স্মরণে স্মারক নির্মাণ করেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পরপর লাখো জনতা গণভবনে প্রবেশ করে। বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করে গ্রাফিতি এঁকে দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন