জাতীয় ডেস্ক :
পুরনো ভাড়ার তালিকা পরিবর্তন না করার অজুহাতে গণপরিবহনে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এদিকে, বাড়তি ভাড়া নেওয়া বন্ধে রাজধানীতে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইন অমান্যকারী যানবাহনকে জরিমানা করা হয়।
বেড়েছে ডিজেলের দাম, তার সঙ্গে যেন বেড়েছে যাত্রী সাধারণের ভোগান্তিও। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ যেন কমছেই না যাত্রীদের। পুরাতন ভাড়ার তালিকা পরিবর্তন না করার অজুহাতে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া।
যাত্রীরা বলেন, আমি ভাড়া বেশি দিচ্ছি নাকি কম দিচ্ছি এটা বুঝব কিভাবে? ভাড়ার চাট থাকবে। আমি তা দেখে দূরত্ব বুঝে ভাড়া দেব। সেটার উপায়ও তো নেই। অনেক বাসে লাগানো থাকলেও পুরনোটা। আর এমন জায়গায় চাট লাগানো থাকে যে খুঁজেও পাওয়া যায় না।
তবে বাস শ্রমিকরা নানা বাহানায় দায় এড়ানোর চেষ্টা করছে।
তারা বলেন, নতুন চাট দেয়নি। তাই পুরনোটাই লাগানো আছে। নতুনটা পেলে পুরানোটা ফেলে দেব।
এদিকে, চলমান সমস্যা নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়ম অমান্যকারী যানবাহনকে জরিমানার আওতায় আনা হয়।
যাত্রীদের প্রত্যাশা এমনভাবে অভিযান অব্যাহত থাকলে দ্রুতই সমস্যা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।