হোম রাজনীতি গণতান্ত্রিক ছদ্মবেশে জনগণের অধিকারকে কেড়েছে আওয়ামী লীগ: ফখরুল

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গণতান্ত্রিক ছদ্মবেশে জনগণের সব অধিকারকে কেড়ে নিয়েছে। দেশের সব অর্জনকে সচেতনভাবে ধ্বংস করেছে-এমন অভিমত ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আরেকটি পাতানো নির্বাচনের দিকে এগোচ্ছে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে।

সব দলের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক কর্মসূচি দেয়া হবে-এ কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে, এ লক্ষেই সমমনা সব দলের সঙ্গে আলোচনা করে রূপরেখা বানানো হবে।

যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নয় বলেও জানান তিনি।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহীম বলেন, একদফা দাবিতে আন্দোলন শুরু করতে হবে। দ্রুতই আন্দোলন নিয়ে মাঠে নামব আমরা। এ লক্ষেই আলোচনা করা হচ্ছে সবার সঙ্গে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন