রাজনীতি ডেস্ক:
ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে চলমান গণতন্ত্র মঞ্চের রোডমার্চ সরকার পরিবর্তনে অভ্যুত্থানের রাস্তা তৈরি করছে বলে দাবি করেছেন মঞ্চের নেতারা। তারা বলেন, বিনাভোট ও আর গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে এখন বন্ধুহীন সরকার।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল মাঠে গণতন্ত্র মঞ্চের সমাবেশে নেতারা এসব কথা বলেন। সমাবেশ শেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেছে রোডমার্চ।
এর আগে বগুড়া শহরে গণতন্ত্র মঞ্চের পূর্বনির্ধারিত দুই স্থানের কোনোটাতেই সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। ফলে শহরের সেন্ট্রাল হাইস্কুলে মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল বগুড়ার সভাপতি মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও জেএসডির সহসভাপতি বেলায়েত হোসেন বেলাল। সভা পরিচালনা করেন মনিরুজ্জামান বাচ্চু।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বিনাভোট আর গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে এখন বন্ধুহীন হয়ে পড়েছে সরকার। তাদের দিন শেষ হয়ে আসছে। এ কারণে সরকারের নীতিনির্ধারকেরা অসংলগ্ন আচরণ করছেন। জাতীয় নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথ পরিষ্কার করলে দেশ এই সংকট থেকে বেরিয়ে আসতে পারে।’ তিনি অবিলম্বে রোডমার্চের বহরে হামলাকারী সরকারি দলের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘এই সরকার উন্নয়নের কথা বলে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিদ্যুৎ ছাড়া উন্নয়ন করতে চায়। আওয়ামী লীগ সরকারের কাছে দেশ ও জনগণ কোনোভাবেই নিরাপদ নয়। দেশকে আরও সর্বনাশের নিয়ে যাওয়ার আগেই এই সরকারকে বিদায় দিতে হবে।’
গণতন্ত্র মঞ্চের এই রোডমার্চ আরেকটি অভ্যুত্থানের রাস্তা তৈরি করছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘গণআন্দোলনের মধ্য দিয়ে সরকারকে এবার আমরা পদত্যাগে বাধ্য করবো।’
সমাবেশে রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘মজলুম জননেতা মওলানা ভাসানীর শিক্ষায় অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকারকে বিদায় দিতে হবে।’
হাসনাত কাইয়ুম বলেন, ‘সরকার বদলের পাশাপাশি গোটা রাষ্ট্রব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কার করতে হবে। তা না হলে জনগণের অধিকার অর্জন করা যাবে না।’
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে জোনায়েদ সাকি জানান, রোডমার্চ এখন গাইবান্ধার গোবিন্দগঞ্জের পথে রয়েছে।