হোম জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এখনও শুরু করা যায়নি: মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এখনও শুরু করা যায়নি: মির্জা ফখরুল

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

জাতীয় ডেস্ক:

দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এখনও শুরু করা যায়নি। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুতই গ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭ নভেম্বর দলটির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে যৌথসভার আয়োজন করে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সভা শেষে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ। নির্বাচনব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে তারা। ৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস প্রজন্মের সামনে তুলে ধরতে এবার ব্যাপকভাবে দিনটি পালন করবে বিএনপি।

দিবসটি উপলক্ষ্যে ১০ দিনের কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। ৬ তারিখ সকালে দলীয় কার্যালয়সহ সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, অঙ্গ সংগঠনের আলোচনা সভা, জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পন, ক্রোড়পত্র প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন