হোম বিনোদন ‘খোলামেলা পোশাক নিয়েও কথা শুনতে হয়েছে’

‘খোলামেলা পোশাক নিয়েও কথা শুনতে হয়েছে’

কর্তৃক
০ মন্তব্য 132 ভিউজ

অনলাইন ডেস্ক :

বলিউডের ব্যস্ততম অভিনেতী জ্যাকুলিন ফার্নান্দেজের সময়টা যে বেশ ভালোই যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে একের পর এক হিট ছবি। ভক্তদের মনে পাকা জায়গা তৈরি করে এখন অন্যতম দর্শকপ্রিয় নায়িকা তিনি। শ্রীলঙ্কায় সুন্দরী প্রতিযোগিতায় জেতার পরই ভাগ্য তাকে নিয়ে এসেছিলো ভারতে।

বলিউডে প্রবেশ করেই নজর কেড়েছিলেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। যদিও প্রথম প্রথম এ দেশে এসে খাবার, সংস্কৃতি ও ভাষা নিয়ে সমস্যায় পড়েছিলেন নায়িকা। বিষয়টি নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেছেন, আমি এখানকার নই।

তিন জন অভিনেতা আমাকে বলেছিল জ্যাকি তুমি খুব চেষ্টা করছো ভারতীয় হওয়ার, বাহ!। জ্যাকুলিন বলেন, সহকর্মীরাও ব্যঙ্গ করতো আমাকে নিয়ে। বিষয়টি ভয়াবহ আকার ধারণ করেছিলো। খোলামেলা পোশাক নিয়েও কথা শুনতে হয়েছে। কিন্তু হেরে যাওয়ার পাত্রী আমি ছিলাম না। এখনকার জায়গায় আসতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এখনও সেসব কথা মনে পড়ে মাঝে-মধ্যেই। তখন মনোবলটা আরো বেড়ে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন