বাণিজ্য ডেস্ক :
দেশে খোলাবাজারে রেকর্ড দামে বিক্রি হয়েছে ডলার। সোমবার (৮ আগস্ট) প্রতি ডলার ১১৫ টাকায় বিক্রি হয়েছে।
দেশে চাহিদার তুলনায় ডলারের সরবরাহ কম থাকায় খোলাবাজারের পাশাপাশি আন্তঃব্যাংক বাজারেও বাড়ছে ডলারের দাম।
এর আগে ২৬ জুলাই খোলাবাজারে ডলারের দাম রেকর্ড ১১২ টাকায় পৌঁছেছিল।
রাজধানীর মতিঝিল এলাকার কার্ব মার্কেটে সরেজমিনে গিয়ে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (৭ আগস্ট) খোলাবাজারে প্রতি ডলার ১১১ টাকায় বিক্রি হয়।
এদিকে খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রফতানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে।
সোমবার (৮ আগস্ট) আন্তঃব্যাংকে ডলারের বিনিময়মূল্য ছিল ৯৪ টাকা।
