হোম ফিচার খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে দিন রাত বালু উত্তোলন

এম, জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় ও বহিরাগত একাধিক বালু ব্যবসায়ী বাণিজ্যিকভাবে বিক্রয়ের জন্য ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। সংগৃহীত বালু নওয়াবেকী বড় কুপুট ও বেশকিছু জায়গায় গুদামজাতের পাশাপাশি বিভিন্ন ঠিকাদার ও ব্যক্তির চাহিদামতো সরবরাহ করা হচ্ছে ।

স্থানীয় কর্তৃপক্ষ ও প্রশাসন সম্প্রতি বেশকিছু জরিমানা করেছে তার পরেও যেন থামছে না অবৈধ বালু উত্তোলন কোন ভাবেই । বারবার ভাঙনের মুখে পড়া এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কখনো‌ কখনো স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসন এমনকি পাউবোর সংশ্নিষ্টরা পর্যন্ত অজ্ঞাত কারণে নীরবতা পালন করে যায়।দুর্যোগপ্রবণ অংশ থেকে টানা বালু উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ভাঙন ও আতঙ্ক বাড়ছে।

সরেজমিন শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতীরবর্তী বিড়ালাক্ষী, পাখিমারা, এলাকায় গিয়ে দেখা যায়, মাঝ নদীতে একাধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ছোট কাঠের নৌকা ও কার্গো মধ্যে বসানো ওই মেশিনের সহায়তায় নদীর গভীর থেকে বোরিং করে বালু উত্তালন করা হচ্ছে। একই সময়ে নির্দিষ্ট গন্তব্যে নেওয়া হচ্ছে।

আর একটু এগোতেই দেখা যায় এমভি নওয়াবেঁকী এন্টারপ্রাইজ ও নামের একটা নৌকা নওয়াবেঁকী বাজার ও বিড়ালাক্ষী আশ্রয়ন প্রকল্পে যাওয়ার পথে, রাস্তায় পাসে বিশাল জায়গা জুড়ে বালুভরাট চলছে । বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা পকেট থেকে একটি স্লিপ বের করে দেয় সে টা দেখার পর । প্রতিবেদক ছবি নিয়ে আসতে না আসতেই (হুমায়ুন কবির) নামের এক ব্যক্তি ফোন করে বলেন আমাদের বালু উঠছে তোমার কি সমস্যা?

এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) শহীদুল্লাহর কাছে মুঠোফোনে জানতে চাইলে ,তিনি বলেন শ্যামনগরের কোন বালু মহাল নেই কোথাও থেকে উঠালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বালু উত্তোলনকারীদের দাবি তারা আশাশুনি থেকে বালু উত্তোলন করে আনছে আশাশুনি বালু মহাল আছে কিনা এবং তার ইজারা আছে কিনা জানতে আশাশুনি সহকারী কমিশনার ( ভূমি ) শাহিন সুলতানার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বললেন আমাদের জেলেখালি নামক এক স্থানে যারা থাকলে থাকতে পারে তবে ইজারা না থাকার কথা নতুন করেই যারা দেশে কিনা আমি জেনে বলবো। এদিকে উপকূলের মানুষের দাবী দ্রুত কিছু সংখ্যাকে বালুখেকো দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন