হোম খেলাধুলা খেলা দেখি না, তবে স্কোরকার্ড দেখি

স্পোর্টস ডেস্ক:

সবকিছু ঠিকঠাক চললে এখন দলের সঙ্গে বিশ্বকাপ মিশনে থাকার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন তামিম। তার বাদ পড়া নিয়ে আছে অনেক বিতর্ক। এমনকি তামিমের দাবি, নিজেই বিশ্বকাপ দল থেকে সরে গেছেন তিনি। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে না পারা তামিম এই মুহূর্তে অবস্থান করছেন দেশের বাইরে। তবে টাইগারদের খেলার খবর রাখছেন বলে জানিয়েছেন জাতীয় দলের এই তারকা ওপেনার।

আকস্মিক অবসর এবং অবসর ভেঙে ফিরে আসা, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আশা জাগানিয়া প্রত্যাবর্তনের পর যখন তামিমের বিশ্বকাপ খেলাটা নিশ্চিতই মনে করা হচ্ছিল, ঠিক তখন নাটকীয়তার শুরু। দিনভর নাটকের পর ‘ডেডলাইন’ দিনে দল ঘোষণা করে বাংলাদেশ। বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের। নির্বাচকরা জানান, ফিটনেসের জন্যই বাদ পড়েছেন দেশের ইতিহাসের সেরা ওপেনার। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন দাবি করেন তামিম।

ভারতের মাটিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলকে শুভকামনাই জানিয়েছিলেন তামিম। এরপর থেকেই দৃশ্যপট থেকে দূরেই তিনি। কিন্তু সাম্প্রতিককালে ফের আলোচনায় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হওয়ায়। সপ্তাহখানেক আগে লিগ শুরু হলেও খেলছেন না তামিম। এমনকি খেলোয়াড়দের তালিকায়ও নেই তার নাম। যা নতুন করে উসকে দিয়েছে তার অবসরের গুঞ্জন।

তবে সে গুঞ্জন তামিম নিজেই উড়িয়ে দিয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) দুবাই থেকে তামিম দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানেই জানান, ফিটনেসজনিত কারণেই এনসিএলে খেলছেন না তিনি। তামিম আরও জানান, এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি আনন্দ পাচ্ছেন তাই ক্রিকেট নিয়ে কিছুই ভাবছেন না।

ক্রিকেটের বাইরে থাকা তামিম কি বিশ্বকাপে টাইগারদের খেলা দেখেন? এমন প্রশ্নের উত্তরে দেশের ইতিহাসের সেরা এই ওপেনার বলেন, ‘টিভিতে খেলা দেখা হয় না। টাইমিং মেলে না। তবে স্কোরকার্ড দেখি।’

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনাই করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর টানা তিন ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল। শিরোপাস্বপ্ন নিয়ে শুরু করলেও এখন সেমিফাইনাল খেলাটাই কঠিন হয়ে পড়েছে টাইগারদের। তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। প্রশ্ন শুনে বিরক্তি নিয়ে তামিম বলেন, ‘আগেও বলেছি, এখনো বলছি, ক্রিকেট থেকে আপাতত দূরে আছি। আর দূর থেকে আমার পক্ষে কিছু বলা শোভনীয় নয়। প্লিজ, এমন প্রশ্ন আর করবেন না। তবে বাংলাদেশ দলের জন্য সবসময়ই শুভকামনা।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন