হোম আন্তর্জাতিক খেরসনে রাশিয়ার নিযুক্ত ডেপুটি গভর্নর গাড়ি দুর্ঘটনায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের খেরসনে রাশিয়ার নিযুক্ত ডেপুটি গভর্নর কিরিল স্ট্রেমুসভ নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

আঞ্চলিক গভর্নরের প্রেস সার্ভিসকে উদ্ধৃত করে গণমাধ্যমটি বলেছে, তিনি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। তবে গাড়ি দুর্ঘটনার কারণ বলতে পারেনি সংস্থাটি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর দুই মাস পর কিরিল স্ট্রেমুসভকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয় পুতিন প্রশাসন।

রাশিয়ার সামরিক অভিযানের তিনি ছিলেন একজন অন্যতম প্রবক্তা। সামাজিক মাধ্যমে আক্রমণাত্মক বক্তব্যের জন্য পরিচিত হয়ে ওঠেন তিনি।

অবশ্য ইউক্রেনের পুলিশ তাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত করেছিল। কিরিলের মৃত্যুর খবরে প্রতিক্রিয়ায় ইউক্রেনের এক আইনপ্রণেতা ওলেক্সি গনচারেঙ্কো দাবি করেন, কিরিল একজন বিশ্বাসঘাতক, যে রাশিয়ার পক্ষ নিয়েছে।

এদিকে রাশিয়ার অধিকৃত খেরসন পুনর্দখলে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। তবে শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিরক্ষা জোরদার করছে রুশ সৈন্যরাও। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এই শহরটির নিয়ন্ত্রণ দুই পক্ষের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ।

সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী দিনগুলোতে খেরসনের যুদ্ধ হবে প্রচণ্ড রক্তক্ষয়ী। কৃষ্ণসাগর উপকূলের কাছে এই শহরটির অবস্থান নিপ্রো নদীর তীরে। এটি ক্রিমিয়া উপদ্বীপের খুব কাছে, যেটি ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছিল রাশিয়া।

খেরসন ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী, যেটি রাশিয়া দখল করতে পেরেছে। যুদ্ধের শুরুর দিকেই শহরটি দখল করে নেয় রুশ সৈন্যরা। সম্প্রতি খেরসন এবং ইউক্রেনের আরও তিনটি অঞ্চলকে নিজের অংশ বলে ঘোষণা দিয়েছে রাশিয়া।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন