হোম অর্থ ও বাণিজ্য খেজুরের দাম বেঁধে দিল সরকার

বাণিজ্য ডেস্ক:

রমজানে ইফতারিতে রোজাদারদের অন্যতম পছন্দের উপাদান খেজুর। তবে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেজুরের দাম। এ পরিস্থিতিতে বাজারে অতি সাধারণ বা নিম্নমানের খেজুর ও জিহাদি খেজুরের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দেশে আমদানিকৃত বিভিন্ন মানের খেজুরের আমদানিমূল্য, আরোপিত শুল্ক ও করাদি এবং আমদানিকারকের অন্যান্য খরচ বিশ্লেষণ করে মন্ত্রণালয় প্রতিকেজি খেজুরের মানভিত্তিক যৌক্তিক দাম নির্ধারণ করেছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ থেকে ১৬৫ টাকা। আর বহুল ব্যবহৃত জিহাদি খেজুরের প্রতি কেজির দাম ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১০ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান জানিয়েছিলেন, রোজদারদের স্বস্তি দিতে দুই- এক দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জিহাদি খেজুরের দাম বেঁধে দেবে। পাশাপাশি আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসে নজরদারির মধ্যে রাখা হবে অন্যান্য খেজুরও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন