জাতীয় ডেস্ক:
রাত পোহালেই খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচারও। যদিও ভোটের আগে অনেকটাই নির্ভার সময় পার করছেন খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক।
রোববার (১১ জুন) দুপুর ২টার দিকে খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দেখা যায়, দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে বসে আছেন আবদুল খালেক। পত্রিকা পড়ে এবং নেতাকর্মীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন। এদিন সকাল থেকেই তিনি দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন।
সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন আবদুল খালেক। তিনি জানান, সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হবে। বিগত দিনের উন্নয়নের কথা নগরবাসী ভুলবে না। ফলে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোটার কেন্দ্রে উপস্থিত হবে বলেও মনে করেন তিনি।
আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘মানুষ বিএনপিকে বিশ্বাস করে না। ভোটাররা কেন্দ্রে আসবে এবং যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে জয়ী করবে।’
খুলনার উন্নয়নের ধারা বজায় রাখার অনুরোধ জানিয়ে আবদুল খালেক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে যে পরিমাণ টাকা দিয়েছেন, তা ইতিহাসে বিরল। আমরা কাজ শুরু করেও করোনার জন্য দুই বছর পিছিয়ে গেছি। কিন্তু আমাদের বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে। এই কাজ শেষ হলে খুলনা হবে তিলোত্তমা নগরী।’
চলমান উন্নয়নমূলক কাজ শেষ করতে আগামীকাল (সোমবার) ভোটকেন্দ্রে এসে ভোটারদের ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।