খুলনা :
খুলনা মহানগরীতে স্যানিটেশন ও পরিচ্ছন্ন কাজে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ও প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ রোধকল্পে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হয়েছে। সোমবার নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা এসএনভি’র পক্ষ থেকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের নিকট এ সকল সুরক্ষা সরঞ্জম হস্তান্তর করা হয়। সুরক্ষা সরঞ্জমের মধ্যে রয়েছে গগলস, মাস্ক, হ্যান্ড প্লাভস, গামবুট, হেলমেট, ভেস্ট, এ্যাপ্রন ইত্যাদি।
সিটি মেয়র সংস্থার প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সুরক্ষা সরঞ্জাম পরিচ্ছন্নতা কর্মীদের মনোবল বৃদ্ধি এবং কাজে উৎসাহ জোগাবে। তিনি কেসিসি’র পরিচ্ছন্নতা কাজে নিয়োজিতদের মাঝে সুরক্ষা সরঞ্জাম সঠিকভাবে বিতরণ এবং কাজের সময় তাদেরকে এর ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমানসহ সহকারি কঞ্জারভেন্সি কর্মকর্তাগণ এবং সংস্থার প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।