খুলনা অফিস :
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সোমবার রাত সাড়ে বারোটার দিকে মাগুরা থেকে আসা ৫০ বছরের ব্যক্তি শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে র্ভতি হয়।
পরে তাকে করোনা সাসপেক্টেড আইসোলেশনে চিকিৎসা প্রদান করা হয়। মঙ্গলবার বোর পাচটার দিকে সে মারা যায়। করোনা টেষ্টের জন্য ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করা হয়েছে।