খুলনা অফিস :
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে মাসুমা বেগম (৪৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে । রবিবার দুপুর ১টার দিকে হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়। সে পিরোজপুর জেলার জিয়ানগর বালিপাড়া এলাকার বাসিন্দা। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিষয়ক মূখপাত্র ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, জ্বর, কাশি ও গলা ব্যাথা নিয়ে মাসুমা বেগম নামের এক নারী শনিবার রাত সাড়ে ১০টায় হাসপাতালের জরুরী বিভাগে আসেন । সেখান থেকে তাকে পরীক্ষা নিরীক্ষার পর সন্দেহ হলে সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ড-এ ভর্তি করা হয়। রবিবার দুপুরে মাসুমার মৃত্যু হয়। তিনি আরো বলেন, হাসপাতালে ভর্তির সময়ই ঐ রোগীর করোনা উপসর্গ ছিলো । তার নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য দেয়া হয়েছে ।