খুলনা অফিস :
খুলনা মহানগর আওয়ামী লীগের ত্রাণ তহবিলে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল এবং কেন্দ্রিয় যুব মহিলা লীগের সহ-সভাপতি আফসানা হাসান ডেইজি। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে তাদের পক্ষে খুলনা জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এ্যাড. সেলিনা আক্তার পিয়া মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার কাছে এসব নগদ অর্থ প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শ্রমিক নেতা রনজিত কুমার ঘোষ, হাবিবুর রহমান দুলাল, যুব মহিলা লীগের আইরিন সুলতানা, নাসরিন ইসলাম, মাসুদুর রহমান, মো. আলমগীর হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, আজগর আলী মিন্টু, শফিকুর রহমান পলাশ, ডা. তারিম, ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর শেখ মোশারফ হোসেন, কাউন্সিলর তালাত হোসেন কাউট, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ গাউসুল আযম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ, সাবিহা বুরুজ, রমজান আলী, ইউসুফ আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী কন্ট্রাক্টর মো. আজাদ, গালিব কাবাডিয়া, মো. আব্দুল্লাহ, আলহাজ্ব মনির আহম্মেদ, এ্যাড. জেসমিন সুলতানা জলি, আইরিন সুলতানা, শ্রমিক নেতা জাকির হোসেন বিপ্লব মহানগর আওয়ামী লীগের ত্রাণ তহবিলে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন।