আব্দুল্লাহ আল মামুনঃ
খুলনা বিভাগের উদীয়মান তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সুশীলন ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। দেশ টিভি, ও দৈনিক দেশ রূপান্তর এর সিনিয়র সাংবাদিক ও একদিনের মাল্টি মিডিয়া জার্নালিজম ট্রেনিং এর আয়োজক শরীফুল্লাহ কায়সার সুমন কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উক্ত ট্রেনিং এর শুভ উদ্বোধন ঘোষণা করেন কালিগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান।
ট্রেনিং এ চিফ ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক ও সমষ্টি এর নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান। অন্যান্য ট্রেনার হিসেবে ছিলেন সাংবাদিক সাদাত হাবিবি সেতু, সমষ্টির ট্রেনার সাংবাদিক জাহিদুল হক খান।
প্রশিক্ষনে একজন প্রকৃত সাংবাদিক কাকে বলা হয়, সাংবাদিক হতে হলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন, সাংবাদিকতায় তথ্য সংগ্রহের কৌশল, সাংবাদিক ও সাহিত্যিকের মধ্যে পার্থক্য, একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে কয়জনের নিকট হতে তথ্য সংগ্রহ প্রয়োজন, সাংবাদিকদের নীতি নৈতিকতা, একজন সাংবাদিকের কি কি নীতি মেনে চলা উচিত, ছবির ভাষায় সাংবাদিকতা ফুটিয়ে তোলা ইত্যাদি গুরুত্বপূর্ণ বহু বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। শরীফুল্লাহ কায়সার সুমন এর সার্বিক পরিচালনায় তরুণ প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের নিয়ে “সূত্রপাত ” নামে একটি মাল্টিমিডিয়া পোর্টালের শুভ যাত্রা শুরু হয়। প্রশিক্ষনে প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।