নিজস্ব প্রতিনিধি :
খুলনা মেডিকেল কলেজের পিসি আর ল্যাবে আজকে সর্বমোট ৩৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। ১৫৪টি নমুনা সংগ্রহ ছিল খুলনার। পজিটিভ রিপোর্ট এসেছে ৫৮টি, এরমধ্যে খুলনা ৪০টি, বাগেরহাটে ১০টি সাতক্ষীরার ১টি, যশোরের ৪টি ঝিনাইদহে ১টি নড়াইলের ১টি, গোপালগঞ্জের ১টি, এই ছিল আজকের করো না আপডেট নিউজ। সূত্র মেহেদী নেওয়াজ উপাধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ হসপিটাল, খুলনা।