হোম অন্যান্যসারাদেশ খুলনা পাকইগাছা থেকে ধর্ষণ মামলার ০২ পলাতক আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব

খুলনা পাকইগাছা থেকে ধর্ষণ মামলার ০২ পলাতক আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব

কর্তৃক
০ মন্তব্য 93 ভিউজ

খুলনা অফিস :
খুলনার পাইকগাছা থেকে ধর্ষন মামলার পলাতক দুই আসামীকে গেফতার করেছে র‌্যাব। বুধবার র‌্যাব-৬ খুলনার একটি টিম গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে পাইকগাছা থানাধীন ধামরাইল গ্রামস্থ্য জনৈক মিজান মেম্বারের মোড় বাজার এলাকায় থেকে আটক করে।
র‌্যাব জানায়, খুলনা জেলার পাকইগাছা থানার (মামলা নং-১২/১৫২)নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) এর দুই পলাতক আসামী খুলনা জেলার পাইকগাছা থানাধীন ধামরাইল গ্রামস্থ্য জনৈক মিজান মেম্বারের মোড় বাজার এলাকায় অবস্থান করছে। গোপনে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিযে ধর্ষণ মামলার পলাতক আসামী পাইকগাছার ধামরাইল গ্রামের লুৎফর মোড়লের ছেলে মোঃ মনিরুল মোড়ল ও রশিদ মোড়লের ছেলে মোঃ সালাম মোড়লকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদেরকে পাইকগাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। আসামী মোঃ মনিরুল মোড়ল এর নামে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন