খুলনা অফিস :
খুলনা তেরোখাদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবন্ধী ছোট ভাই ইমতুদুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। মঙ্গলবার রাত সাড়ে 8 টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তেরখাদা থানার ওসি মোঃ মোস্তফা কামাল জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গাজীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর দুই ছেলের মধ্যে ঝগড়া হয়। পরে এই ঝগড়ার সূত্র ধরে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই ইমতুদুলকে কুপিয়ে হত্যা করে মেজ ভাই।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হত্যাকারী বড় ভাই পালিয়ে গেছে। তবে তাকে আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।