হোম অন্যান্যসারাদেশ খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রেড ক্রিসেন্ট সোসাইটির হাত ধোয়া বেসিন স্থাপন

খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রেড ক্রিসেন্ট সোসাইটির হাত ধোয়া বেসিন স্থাপন

কর্তৃক
০ মন্তব্য 113 ভিউজ

খুলনা অফিস :

করোনাভাইরাস প্রতিরোধে খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান প্রবেশদ্বারের পাশে হাত ধোয়ার বেসিন বসানো হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় বেসিনের সাথে রয়েছে সাবান ও স্যানিটাইজার।

বুধবার খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,নির্বাহী সদস্য ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম,খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমান, রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ, জেলা যুব রেড ক্রিসেন্টের আহবায়ক আল আমিনসহ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন