হোম অন্যান্যসারাদেশ খুলনা জেলা পরিষদ কর্তৃক দরিদ্রজনগোষ্ঠির মাঝে ত্রাণ বিতরণ

খুলনা জেলা পরিষদ কর্তৃক দরিদ্রজনগোষ্ঠির মাঝে ত্রাণ বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 78 ভিউজ

খুলনা অফিস :
করোনা ভাইরাস রোধে খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর পক্ষ হতে প্রাপ্ত জেলা পরিষদের এ ত্রাণ বিতরনের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ। এদিন খুলনা জেলার ৩হাজার ৭০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ৭ কেজি চাল, ০১ কেজি ডাল, আধা কেজি ভৈজ্য তেল, ২ টি সাবান, ০৫টি মাস্ক বিতরণ এর জন্য প্রকল্প গ্রহণ করা হয়। জেলা পরিষদের আওতাধীন ১৫টি ওয়ার্ডের মোট ১৯জন সদস্যদের মাধ্যমে স্ব স্ব ওয়ার্ডে বিতরণের জন্য প্রত্যেক সদস্যকে ১৫০ টি পরিবারের জন্য ত্রাণ প্রদান করা হয়। এ সময় খুলনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহাবুবুর রহমান সোহাগ, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) জনাব মোঃ আছাদুজ্জামান সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা জনাব এস. এম. মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাস, হিসাব রক্ষক সোমা দাসসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন