হোম খুলনাবাগেরহাট খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মানসা কালি মন্দির পরিদর্শন

খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মানসা কালি মন্দির পরিদর্শন

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট ঐতিহ্যবাহী মানসা কালি মন্দির পরিদের্শণ করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পালসহ অন্যান্যরা। তিনি শনিবার সন্ধ্যায় পরিদর্শন শেষে মন্দির কমিটির আয়োজিত মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় তার সাথে ছিলেন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক কানাই লাল সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহধর্মিণী কানন মজমুদার, নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রেজারার সহধর্মিণী কৃষ্ণা মন্ডল ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মেয়ে দীপান্নিতা পাল।এতে সাভাপতিত্ব করে মানসা কালি মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল। সাধারন সম্পাদক বাবুল কুমার আঁশ এর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে দুলাল পাল, মিলন সেন, বিএনপি নেতা মো. মিজানুর রহমান সহ গনমাধ্যমকর্মী ও মন্দির কমিটির বিভিন্ন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

অপরদিকে, এদিন বিকেলে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল স্ব পরিবারে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে রবি ঠাকুরের পিতৃ পুরুষের আদি নিবাস পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন