হোম অন্যান্যসারাদেশ খুলনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

খুলনা অফিস :

খুলনায় দেলোয়ার হোসেন দিলু, নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।গতকাল রোববার খুলনা মহানগর দায়রা জজ মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলেন, খুলনা মহানগরীর সিমেট্রি রোডের মৃত মো. আতিয়ার রহমানের ছেলে শাহিনুর রহমান তাজু (৪৭)। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় এ মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ জুন খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র সিমেট্রি রোডের হোটেল আরামের সামনে দেলোয়ার হোসেন দিলুকে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শওকত আরা রানু, বাদি হয়ে খুলনা সদর থানায় হত্যা মামলার দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই তাপস কুমার পাল পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন, মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট কে.এম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট কামরুল ইসলাম জোয়ার্দার।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন