খুলনা অফিস :
জেলার তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের গাউচবাড়ী এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোঃ সেলিম আহমেদ, নামের একজন কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ সেলিম আহমেদ (৩৫), তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গতকাল শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে খুলনা শহর থেকে তেরখাদায় ফিরছিলেন কলেজ শিক্ষক সেলিম আহমেদ।
পথিমধ্যে আজগড়ার গাউচবাড়ী নামক স্থানে দু’টি মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
s