খুলনা অফিস:
জেলার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাহিদ খান (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের বালিয়াখালি ব্রীজের নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ ডুমুরিয়া উপজেলার বানাই গ্রামের জাকির খানের ছেলে ও ডুমুরিয়া কলেজের স্নাতকের শিক্ষার্থী।
পুলিশ জানায়, সকালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। ব্রীজের নিকটবর্তী মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগতির মোটরসাইকেলের সাথে বাসটির সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী জাহিদ মারা যায়।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ ও বাসটি খর্নিয়া হাইওয়ে থানার হেফাজতে আছে। তবে চালক পালিয়েছেন।
