নিজস্ব প্রতিবেদক :
মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় পুনরায় সকল প্রকার দোকান ও শপিং মল বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে খুলনা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়,স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গত ৯ মে থেকে সকাল ১০ হতে বিকাল ৪ টা পর্যন্ত দোকানপাট,মার্কেট এবং শপিংমল চালু করার অনুমতি প্রদান করে জেলা প্রশাসন কিন্তু সামাজিক দূরত্ব না মানা এবং বাজার ও মার্কেটগুলোতে মানুষের অধিক চাপ পরিলক্ষিত হয়।
এর প্রেক্ষিতে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট আজ এক গণ-বিজ্ঞপ্তিতে সকল দোকানপাট,মার্কেট ও শপিংমল পুনরায় বন্ধ ঘোষণা করে। তবে ওষুধের দোকান যথারীতি চালু থাকবে। কাচাবাজারের ক্ষেত্রে পূর্বের নির্দেশনা বলবত থাকবে। এ নির্দেশনা জেলা ও উপজেলা সর্বত্র কার্যকর হবে। কৃষিপণ্য,নিত্যপণ্য পরিবহন এর আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।