হোম অন্যান্যসারাদেশ খুলনায় রোটারী আন্তর্জাতিকের ২দিন ব্যাপী রোটারি e-PETS- 2020 ট্রেনিং সম্পন্ন

খুলনায় রোটারী আন্তর্জাতিকের ২দিন ব্যাপী রোটারি e-PETS- 2020 ট্রেনিং সম্পন্ন

কর্তৃক
০ মন্তব্য 131 ভিউজ

খুলনা অফিস :
খুলনায় রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮১, বাংলাদেশের প্রেসিডেন্টদের নিয়ে ২দিন ব্যাপী ই-পেটস-২০২০ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা-বাগেরহাট অঞ্চলের ২২টি রোটারি ক্লাবের প্রেসিডেন্টদের অংশগ্রহণে স্বাস্থ্য বিধি মেনে ভার্চুয়্যাল এই ট্রেনিং সেশন শনিবার শেষ হয়।
ভার্চুয়্যাল এই ট্রেনিং-এ কোভিড-১৯ এর ক্রান্তিকালে কিভাবে রোটারি আন্দোলনকে এগিয়ে নেওয়া যায়, সমাজে মানবিক সহায়তার জন্য বিভিন্ন প্রজেক্ট ও রোটারি সদস্য বৃদ্ধি করা যায় তার উপর বিভিন্ন ধরণের আলোচনা ও ট্রেনিং প্রদান করা হয়। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শুরুতে রোটারি জেলা গভর্নর ২০-২১ এমডি রুবায়েত হোসেন সকলকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন জুমের মাধ্যমে ট্রেনিং সেশন শুরু করেন।
ট্রেনিং-এ অংশ নেন e-PETS- 2020 প্রেসিডেন্ট ২০২০-২১ খুলনা ভেন্যু আহবায়ক রোটারিয়ান এস এম নজরুল ইসলাম আরএফএসএম, প্রেসিডেন্ট রোটারিয়ান মীর বরকত আলী, রোটারিয়ান ইঞ্জি. মোঃ জাহাঙ্গীর হোসেন পিএইএফ, রোটারিয়ান কাওসার পারভেজ পিএইচএফ, রোটারিয়ান সুদেব চন্দ মন্ডল, রোটারিয়ান এস এম রোমিও হোসেন পিয়াস, রোটারিয়ান নন্দিতা চক্রবর্তী, রোটারিয়ান শেখ মোঃ মিরাজুল ইসলাম, রোটারিয়ান ইঞ্জি. মাহবুবুর রহমান শামীম পিএইচএফ, রোটারিয়ান উত্তম কুমার দাস, রোটারিয়ান মোঃ আজিজুল ইসলাম, রোটারিয়ান আলতাফ হোসেন, রোটারিয়ান ইঞ্জি. নাজমুল হুদা, রোটারিয়ান রেবেকা রহমান, রোটারিয়ান মোঃ আনোয়ারুল হক স্বাধীন, রোটারিয়ান মোঃ লুৎফুল কবীর তিতু, রোটারিয়ান বিশ্বজিত দে মিঠু, রোটারিয়ান এস এম শামসুল আরেফিন রনি, রোটারিয়ান মোহাম্মদ মহিবুল্লাহ। এসিস্ট্যান্ট গভর্নর যথাক্রমে রোটারিয়ান মোহাম্মদ আলী সনি, রোটারিয়ান মো: মোস্তাফিজুর রহমান, রোটারিয়ান মোঃ মফিদুল ইসলাম টুটুল, রোটারিয়ান চৌধুরী নাজমুল হুদা সাগর, রোটারিয়ান আবু জাফর মোল্লা, রোটারিয়ান মিজানুর রহমান জুয়েল, রোটারিয়ান মুক্তি কুমার দাস ও রোটারিয়ান পিন্টু কুমার সাহা, রোটারিয়ান মোল্লা আবু জাফর। প্রশিক্ষণে রোটারি ডিস্ট্রিক্ট ও রিজিওন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডিশনার ডিস্ট্রিক্ট ট্রেইনার ডা. সৈয়দ আবু সাইদ, লেফট্যানেন্ট গভর্নর খন্দকার সাজ্জাদুল ইসলাম, ডিস্ট্রিক্ট ট্রেনিং টিম মেম্বার মোল্লা মারুফ রশীদ, ডেপুটি গভর্নর আল জামাল ভূইয়া, আশীষ দে, ডেপুটি গভর্নর শেখ মাহমুদ হাসান সোহেল, রিজিওন সেক্রেটারী ডা. অরিন্দম দেবনাথ। এছাড়াও খুলনার e-PETS ভেন্যুর রেজিস্ট্রেশন করে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারী আতাহার আলী, রিজিওন চেয়ার এএফএম মাহমুদুর রহমান কার্নি, জোন চেয়ার অধ্যক্ষ প্রফেসর রুমা নন্দী, এডিশন্যাল কো-অর্ডিনেটর শিকদার মোহাম্মদ আলী ও রোটারিয়ান ইফফাত সানিয়া ন্যান্সি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন