খুলনা অফিস :
খুলনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমে কর্মহীন অসহায় মানুষ খাদ্যের দাবীতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুরে খাদ্যের দাবিতে পূর্ব রূপসা বাজার পাশর্বর্তী আদর্শগলির কয়েক শত নারী পুরুষ বিক্ষুদ্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে বাজারের বাঁশের বেরিকেট ভেঙ্গে মিছিল করতে করতে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ির সামনে অবস্থান নেয়।
পরে তারা খুলনা-মংলা মহাসড়কে সেনাবাহিনীর টহল গাড়ি পেয়ে গতিরোধ করে তাদের কাছে খাদ্যের দাবি তুলে ধরেন। বিক্ষুব্ধরা দাবি করেন এলাকার মানুষ ঘরে থাকলেও তাদের কাছে এখনো পর্যন্ত কোন ত্রান বা খাদ্য পৌছেনি। স্থানীয় মেম্বর চেয়ারম্যানদের কাছে বললে তারা কোন গুরুত্ব দিচ্ছে না। এলাকার নেতারাও খোঁজ নিচ্ছেনা। যে কারনে পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে।
এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেয়ারম্যানের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়ে বিক্ষুব্ধকারীরা শান্ত হয়ে ঘরে ফিরে যান ।