হোম রাজনীতি খুলনায় রমজানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধে কঠোর পদক্ষেপের আহ্বান নগর বিএনপির

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধে কঠোর পদক্ষেপের আহ্বান নগর বিএনপির

কর্তৃক
০ মন্তব্য 115 ভিউজ

খুলনা অফিস :

খুলনায় পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। বিবৃতিতে নেতৃবৃন্দ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রমযান উপকরণ যেমন ছোলা, চিড়া, মুড়ি, খেসারী ডাল, চিনির মূল্য হু হু করে বাড়ছে। সরকার বলছে পর্যাপ্ত মজুত আছে, জনমনে প্রশ্ন তাহলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ কি। করোনাভাইরাসে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, জীবন-জীবিকা থমকে গেছে। ত্রাণের অপেক্ষায় মানুষ. মিলছেনা ত্রান।

সীমিত ত্রান বন্টনও দলীয়করণ ও একই ব্যক্তি একাধিক তালিকায়। ১০ টাকায় ওএমএস চাল বিক্রির কার্ড তৈরীতে দীর্ঘ কালক্ষেপন সবমিলিয়ে ব্যর্থ সরকার প্রশাসন ব্যবস্থাপনা একমুখী ও প্রায় সর্বত্র মিডিয়ায় চলছে গুনকীর্তন। বিবৃতিতে নেতৃবৃন্দ সরকার ও প্রশাসনকে কর্মপরিকল্পনা তৈরি করে বহুমুখী কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন।

এছাড়া পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রুত পৃথক কমিটি গঠন করে বাজার তদারকির ব্যবস্থা করা; টিসিবি’র সক্ষমতা বাড়িয়ে বেশী পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা; দেশের বড় বড় আমদানীকারকদের আমদানীকৃত পণ্য বিক্রয় মনিটরিং করা এবং ১০ টাকার ওএমএস চাল বিক্রয় প্রক্রিয়া সহজ করে পূর্বের ন্যায় নিন্ম আয়ের মানুষের এলাকায় খোলা বাজারে বিক্রয়ের ব্যবস্থা করার দাবী জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোগ্যপণ্য বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহবান জানিয়ে বলেছেন, দেশের এই সংকটময় মুহুর্তে অধিক মুনাফা না করে আরও বেশী উদার হওয়ার আহবান জানান। একই সাথে নিরন্ন মানুষের পাশে থেকে সকলকে খাদ্য সামগ্রি বিতরণের আহবান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন